উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন: অধ্যক্ষ কালাম

0
17

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আপনারা নৌকায় ভোট দিয়ে অপরাজনীতি ও মানুষ হত্যার জবাব দিবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আসুন বাগমারাকে এবার শান্তির বাগমারা গড়ে তুলি। বাগমারা থেকে সকল হানাহানি, দূর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি দূর করা হবে। বাগমারায় আর কোন নিয়োগ বানিজ্য হবে না। কোন মা বোনের ইজ্জত হানি হবে না। উন্নয়ন দিয়ে বাগমারা নতুন রুপে গড়ে তোলা হবে। কোন বেকার সমস্যা থাকবে না। সবাইকে যোগ্যতা অনুযায়ী কর্ম দেওয়া হবে। তাই আগামী ৭ তারিখ আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আজীবন আপনাদের পাশে সেবক হয়ে থাকতে চাই।

বুধবার (৩ জানুয়ারী) বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি।
বেলা ২ টার সময় জনসভার আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও বেলা ১২ টার মধ্যে মাঠ কানায় কানায় পূর্ন হয়ে যায়। বাগমারার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে হাজার হাজার নারী পুরুষ দুপুরের মধ্যেই ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আবুল কালামের প্ল্যাকার্ড ও ব্যানার সহ নৌকা নৌকা শ্লোগানে মাঠে প্রবেশ শুরু করেন।

জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নৌকার নির্বাচন পরিচোলনা কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগমারায় নৌকার মাঝি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

নৌকা মাঝি কালাম আরও বলেন, আ’লীগ সভাপতি, দেশরত্ন শেখ হাসিনা আজ রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত পুঠিয়া বানেশ্বরের মহাসমাবেশে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে নৌকার পক্ষে কাজ করতে বলেছেন। নৌকার সম্মান রক্ষায় নৌকার পক্ষে নেতাকর্মীদের মাঠে থাকতে বলেছেন। যারা আ’লীগ অথচ নৌকার বিপক্ষে আছেন তাঁরা কখনো আ’লীগ ছিলো না। এঁরা দলে অনুপ্রবেশকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।

আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের নৌকার মাঝি তাহেরপুর পৌরসভার তিনবারের নির্বাচিত সফল মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে বাগমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রায় ৫০ হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাবি’র শিক্ষক ড. পিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড জাকিরুল ইসলাম সান্টু, ভবনাীগঞ্জ বানিক সমিতির সভাপতি উপজেলা আ’লীগর সহ-সভাপতি জাহাঙ্গীর আলাম হেলাল, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগর সহ-সভাপতি শ্রীপুর ইউপি চেয়ারম্যান কমবুল হোসেন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, যোগিপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাড়িয়া ইউপি আ’লীগর সাধারন সম্পাদক শামসুল ইসলাম, গনিপুর ইউপি আ’লীগর সহ-সভাপতি এসএম এনামুল হক, উপজেলা আ’লীগর যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, বাসুপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শুভডাঙ্গা ইউপি আ’লীগের সভাপতি আব্দুল হাকিম, গোবিন্দপাড়া ইউপি আ’লীগর সভাপতি আশরাফুল ইসলাম, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাচারীকোয়ালীপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, আউচপাড়া ইউপি আ’লীগর সভাপতি সরদার জান মোহাম্মাদ, ভবানীগঞ্জ পৌর আ’লীগর সাবেক সম্পাদক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ পৌর আ’লীগর সম্পাদক আব্দুল জলিল, বীর মুািক্তযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকারসহ বিভিন্ন ইউনিয়ণ ও পৌরসভার নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে