আরও

    দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্ত আরো অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা অব্যাহত।

    রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে।

    রোববার নগরীর ১৯ নং ওয়ার্ড ভদ্রা পারিজার লেক সংলগ্ন বস্তির ২০০ পরিবারের মাঝে রাসিক মেয়রের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বস্তির ২০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল ও ১ কেজি করে ডাল প্রদান করা হয়েছে।

    উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল হক মঞ্জু সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন, নিম্ন আয়ের গরীব ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন।

    সর্বশেষ সংবাদ

    সঙ্গে থাকুন

    সংশ্লিষ্ট সংবাদ

    অনুবাদ