আরও

    রাজশাহীতে আসকের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    নিজস্ব প্রতিনিধি

    রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী নগরীর রাণীবাজার ‘এসকে ফুড’ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আসক ফাউন্ডেশনের রাজশাহীর বিভাগীয় সভাপতি গোলাম মোস্তফা জেমস এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তাসরিফুল হক ফারুক এর সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মিন্টু উপদেষ্টা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, এডভোকেট দুরুল হুদা, এডভোকেট আবুল কাশেম, আসক রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আমির হামজা রুমি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য প্রযুক্তি সম্পাদক ইমরোজ সোহেল প্রমুখ। এসময় আসক রাজশাহী বিভাগীয় কমিটি সহ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এর আগে আসক রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে বিকাল পাঁচটায় নগরীর নিউমার্কেট এলাকা থেকে একটি বর্ণাট্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে গণকপাড়া মোড়ে শেষ হয়।

    সর্বশেষ সংবাদ

    সঙ্গে থাকুন

    সংশ্লিষ্ট সংবাদ

    অনুবাদ