আরও

    গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

    গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গোপালপুর এলাকায় মহাসড়কে একটি দই এর মাহিন্দ্রা গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম ও মাধব নামে ২ জন নিহত হন। আজ শুক্রবার ভোর ৫ টার সময় এই ঘটনা ঘটে।

    নিহত দুজন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের দই এর জন্য বিখ্যাত গ্রাম নশিপুরেরর মুকুলের ছেলে সেলিম (২৮) ও চাঁপাই- পলশা গ্রামের গুধার ছেলে মাধব (৩২)।

    জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের নশিপুর থেকে প্রতিদিনের ন্যায় দই এর অর্ডার নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ভোররাতে ছেড়ে যায় সেলিম-মাধব। এ সময় চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পাশে গাছে সজোরে আঘাত হানে। এ সময় একটি রড সেলিমের বুকে এপার ওপার হয়ে যায়।

    পরে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে এবং পরিবারের নিকট হস্তান্তর করে কোন অভিযোগ না থাকায়।

    এদিকে নশিপুর গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেল এ প্রতিবেদককে জানান, শুক্রবার দুপুর বাদ জুম্মা নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন হবে। এ ঘটনায় নশিপুর ঘোষপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

    সর্বশেষ সংবাদ

    সঙ্গে থাকুন

    সংশ্লিষ্ট সংবাদ

    অনুবাদ