আরও

    সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্র ও বিকাশ প্রতারকসহ তিন জন আটক

    RAB 5 কর্তৃক রাজশাহী জেলার বাঘা থানা এলাকা হতে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্র ও বিকাশ প্রতারকসহ তিন জন আটক।

    RAB 5, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল
    গত ১২ আগষ্ট ২০২১ ইং তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা হতে
    রাত ০৮:৩০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার
    বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্র ও বিকাশ প্রতারকসহ তিন জনকে আটক করা হয়।

    উক্ত অভিযানে, মোবাইল -১৪ টি, সিমকার্ড-৩২ টি, মেমোরীকার্ড-০২ টি,
    নগদ ৪,৮২,৩২২/- টাকা সহ আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (২৪),
    পিতা- মৃত আবুল হোসেন, ২। মোঃ শান্ত হক (২৩), পিতা- মোঃ আলী আশরাফ,
    উভয় সাং- ভানুকর, ৩। মোঃ সুরমান আলী (৪০), পিতা- মৃত খেলাফত মন্ডল,
    সাং-মোহদীপুর, সর্ব থানা বাঘা ও জেলা- রাজশাহীগণকে আটক করে।
    ধৃত অসাধু ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    এ রকম আরোও সংবাদ পড়ুন

    RAB-5, রাজশাহী কর্তৃক ট্যাপেনটাডল ও যৌন উত্তেজক ক্যাপসুলসহ ভূয়া ডাক্তার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সংঘবদ্ধ ইমো হ্যাকিং

    RAB-5, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন
    দল প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৮ আগস্ট ২০২১ তারিখ
    বিকাল ০৫.১৫ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর
    বাজার এলাকায় অপারেশন পরিচালনা করেন।

    উক্ত অভিযানে, (১) ৬১ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট, ৩৬৬ পিচ
    যৌন উত্তেজক ক্যাপসুল,বিএমডিসি ভুয়া সার্টিফিকেট ০১টি
    (রেজিঃ নং-২৬৬৪৭ যার মূল মালিক ডঃ শামসুন্নাহার),
    বিসিএমডিসি ভুয়া সার্টিফিকেট ০১ টি (যার রেজিঃ নং-০০০৫২০১৬),
    ভিজিটিং কার্ড ০১ বক্স, ০১টি মোবাইল ফোন, ০১টি সীমকার্ড,
    ০১টি মেমোরিকার্ড, প্রেসক্রিপশন প্যাড এবং
    আসামী ১। মোঃ ফজলে রাব্বী @ রাব্বী (২১), পিতা-মোঃ আঃ রাকিব,
    ২। মোঃ আঃ রাকিব (৫০), পিতা-মৃত আব্দুল জব্বার, উভয়
    সাং-বিড়ালদহ, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন।
    ঘটনার বিবরণে, প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,
    মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
    রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ জনৈক মোঃ আঃ রাকিব তাহার মমতা
    ফার্মেসীতে নিজে ভুয়া এমবিবিএস ডাক্তার সাজিয়া দীর্ঘদিন যাবৎ সাধারণ লোকজনকে
    চিকিৎসা প্রদান করিয়া ক্ষতিগ্রস্থ করিতেছে এবং একই স্থানে অন্যান্য মাদক জাতীয় ঔষধ
    গোপনে এলাকার মাদক সেবীদের মধ্যে বিক্রয় করিতেছে।
    বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া গত ০৮/০৮/২০২১ খ্রিঃ
    তারিখ বিকাল ০৫.১৫ ঘটিকায় রাজশাহী জেলার
    পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ রাজশাহী টু নাটোরগামী
    মহাসহড়কের উত্তর পার্শ্বে কলেজ মার্কেটে মমতা ফার্মেসীতে
    পৌছামাত্রই গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ফজলে রাব্বী @ রাব্বী (২১),
    পিতা-মোঃ আঃ রাকিব, ২। মোঃ আঃ রাকিব (৫০),
    পিতা-মৃত আব্দুল জব্বার, উভয় সাং-বিড়ালদহ, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীদ্বয়
    পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটক করা হয়।
    ধৃত ভূয়া ডাক্তার ও মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ

    সঙ্গে থাকুন

    সংশ্লিষ্ট সংবাদ

    অনুবাদ