হাবিব-শিফার ঘরে এলো পুত্র আয়াত

0
6
হাবিব

বিনোদন ডেস্কঃ-গত জানুয়ারিতে বিয়ের বিষয়টি প্রকাশ করেছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও মডেল আফসানা চৌধুরী শিফা। এবার তাদের সংসারে এলো আরও একটি সুসংবাদ। পুত্রসন্তানের পিতা-মাতা হয়েছেন তারা।

আজ (৭ জুলাই) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে হাবিবের স্ত্রী শিফা পুত্রসন্তান জন্ম দিয়েছেন। হাবিব তার বড় ছেলে আলিমের সঙ্গে মিল রেখে ছোট ছেলের নাম রেখেছেন আয়াত।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হাবিবের বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

তিনি বলেন, ‘আমি এখন গ্রামের বাড়িতে আছি। এখানেই থাকি। আজকেই হাবিব বাবা হয়েছে, খবর পেলাম। মা ও সন্তান দুজনই ভালো আছে। তাদের জন্য দোয়া করবেন।’

শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। হাবিবের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। চলতি বছর জানুয়ারিতে তারা বিয়ের ঘোষণা দিলেও এই শুভ কাজটি সেরেছেন তারও তিন মাস আগে। আগের সংসারে হাবিবের প্রথম পুত্রের নাম আলিম ওয়াহিদ।

(বাংলা ট্রিবিউন)

Leave a reply

Please enter your comment!
Please enter your name here