রাজশাহীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাঁধা দেয়ার অভিযোগ

0
49
ত্রাণ

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরণ করতে গিয়ে বাঁধার মুখে পড়েছেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু। তার ত্রাণ বিতরন অনুষ্ঠানকে জনসভা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি কুচক্রী মহল।

আজ শুক্রবার ৯ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ছোটবনগ্রাম পূর্বপাড়ায় মসজিদ পট্টিতে ত্রাণ বিতরণ কালে এই উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করেন সেই কুচক্রী মহল।এমনটাই জানালেন রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু।

চলমান লকডাউনে মানুষ যখন ঘরবন্দি। সে সময় সরকার বৃত্তবানদের প্রতি আহ্বান করছে অসহায়দের পাশে দাঁড়াতে। তখন সেই আহ্বানে সাড়া দিয়ে দলীয় লোকজনসহ নানা শ্রেণী পেশার মানুষ মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন দুস্থ অসহায়দের পাশে। এরই ধারাবাহিকতায় ১৯ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণের আয়োজন করেন আশরাফ বাবু। এই আয়োজনকে কেন্দ্র করে একটি স্বার্থনিশি মহল অপচার করছে। এই ত্রাণ বিতরন অনুষ্ঠানে বাঁধা দিতে কুচক্রী মহলের ইন্ধনে রাজশাহী সিটি করপোরেশনের পরিছন্ন কর্মী ও স্থানীয় মহিলাদের ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেন আশরাফ বাবু।

এদিকে ঘটনার ভিডিওতে দেখা যায় মারমুখী আচারণে উক্ত নারী প্রভাবিত হয়ে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছেন বলে স্থানীয়দের অভিযোগ।

এ বিষয়ে আশরাফ বাবু বলেন, আমার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাঁধা সৃষ্টি করতে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন সেখানে উপস্থিত হয়। বাঁধা দিতে সে নারীদের ব্যবহার করেন। ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীর বলেন, বিষয়টি আমরা অবগত আছি। দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে