১৯ নং ওয়ার্ডে জনপ্রিয়তায় শীর্ষে কাউন্সিলর পদপ্রার্থী সুমন

নিজস্ব প্রতিবেদক

0
75

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২১ জুন। এরই মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। জনতার রায় পেতে অপেক্ষা মাত্র ৫ দিন। ২১ জুন সারাদিন ভোট গ্রহন চলবে। রাসিকের ১৯ নং ওয়ার্ডেও চলছে ব্যাপক প্রচার প্রচারণা। প্রার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তায় আছেন ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন। তিনি গত ৫ বছরে ওয়ার্ডে ব্যাপক উন্নয়নসহ ওয়ার্ডসেবা পৌছে দিয়েছেন জনগণের দোরগোড়ায়। উন্নয়নের স্বার্থে আবারও ওয়ার্ডবাসী তাঁকে নির্বাচিত করবেন বলে আশাবাদী সুমন। ওয়ার্ডবাসীও চাইছেন অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ গুলো সমাপ্ত করতে আরেকবার সুযোগ দেওয়া উচিত সুমনকে। একারণে ওয়ার্ডবাসী দলবদ্ধভাবে সুমনের হয়ে চালাচ্ছেন ব্যাপক প্রচার প্রচারণা।

শুক্রবার (১৬ জুন) বিকালে ছোটবনগ্রাম শেখ রাসেল পার্ক থেকে ঠেলাগাড়ি প্রতীকের পক্ষে কয়েক হাজার নারী পুরুষের একটি প্রচার মিছিল বের করেন। এসময় ওয়ার্ডবাসী সুমনের জয়ের ব্যাপারে উপরোক্ত এসব কথা বলেন।
রাসিকের ১৯নং ওয়ার্ডের উন্নয়ন এখন দৃশ্যমান। ওয়ার্ডবাসী এখন সতেচন। ওয়ার্ডবাসী জানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুমনের বিকল্প নাই। ওয়ার্ডবাসীর পাশে গত ৫ বছর সদা সর্বদা ছিলেন সুমন। সুমনের জনপ্রিয়তার ঈষানিত হয়ে প্রতিপক্ষ এখন অপপ্রচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। অপপ্রচার বা হুমকি ধামকিসহ কোনো রক্তচক্ষুই দমাতে পারবে না সুমনের বিজয়, এমনটাই বলছিলেন প্রচার মিছিল অংশ নেওয়া ওয়ার্ডবাসী। গত ৯ তারিখ শুক্রবার তার প্রচার মিছিলটি ছিল জনসমুদ্র। এরই ধারাবাহিকতায় ১৬ তারিখেও তাঁর প্রচার মিছিলে নামে জনতার ঢল।

ব্যাপক জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী (ঠেলাগাড়ি প্রতীক) তৌহিদুল হক সুমন বলেন, ওয়ার্ডবাসীর ভালবাসায় আমি মুগ্ধ। তাঁরা যেভাবে আমার প্রচার প্রচারণা করছেন তাতে আমি সত্যি মুগ্ধ। তাঁদের ভালবাসার প্রতিদান হিসেবে আগামীতে ১৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে উপহার দিবো ইনশাআল্লাহ। সর্বদা ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো৷ এবারও আমার জয় সুনিশ্চিত।

প্রচার মিছিলে অংশ নেওয়া কয়েজন নারী পুরুষ প্রতিপক্ষ প্রার্থীর ভুয়া পরিচয় নিয়েও কথা বলেন। তাঁরা এসময় প্রতিপক্ষ এক কাউন্সিলর প্রার্থীর পিতার ভূয়া মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে